জীবের জনন কার্য থেকে কিছু প্রশ্নের উত্তর

1.প্রজননের ক্ষেত্রে DNA প্রতিলিপিকরণের গুরুত্ব কী? উত্তর : কোশের নিউক্লিয়াসের ক্রোমোজোমেই DNA এর উৎস যা প্রোটিন সৃষ্টির সংকেত বা বার্তা বহন করে, এবং জীবের দেহ গঠন নিয়ন্ত্রণ করে। DNA প্রতিলিপি করণের মাধ্যমে হুবহু DNA তৈরি হয় এবং এর ফলেই একটি জীব থেকে সমধর্মী ও একই আকৃতির জীব তৈরি হয়। বিভিন্ন উৎসেচক কোশে DNA প্রতিলিপি করণে সাহায্য করে। এর ফলেই প্রত্যেক জীবের কোশ বিভাজিত হয়ে থাকে। DNA-এর প্রতিলিপিকরণের ফলেই জনিতৃ থেকে অপত্যে জিনগত তথ্য সঞ্চারিত হয়। 2. প্রজাতির ক্ষেত্রে প্রকরণ লাভদায়ক কিন্তু একক জীবের জন্য এটি প্রয়োজনীয় নয় কেন? উত্তর: পৃথিবীতে দুটি জীব কখনো এক হয়না। যত সামান্যই হোক না কেন তাদের মধ্যে অঙ্গ সংস্থানিক, শারীরবৃত্তীয় ইত্যাদি কোন না কোন পার্থক্য থেকে যায়, একে প্রকরণ বলে। পরিবর্তিত বা প্রতিকূল পরিবেশে প্রজাতির টিকে থাকার জন্য বা বেঁচে থাকার জন্য প্রকরণ প্রয়োজন। উদাহরণ স্বরূপ, নির্দিষ্ট স্থানে বসবাসকারী কোন যৌন জননকারী জীব বা প্রজাতি যারা সেখানে অনুকূল পরিবেশে বেঁচে থাকে এবং যখন সেখানে আবার প্রতিকূল পরিবেশ তৈরি হয়, তখন সেখানে প্রজাতি অবলুপ্ত হয়ে যেতে পারে। যাই হউ