পোস্টগুলি

ডিসেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শ্বসনের, কোষ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

ছবি
  1.শ্বসনের দুটি উদ্দেশ্য লেখাে। উত্তর : শ্বসনের দুটি উদ্দেশ্য হল:        [i] শক্তি উৎপাদন,       [ii] বিভিন্ন বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করা।    2. শ্বসনের খাদ্যমধ্যস্থ শক্তির মুক্তি ঘটে-ব্যাখ্যা করাে। উত্তর : প্রতিটি সজীব কোশে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে খাদ্যবস্তুর জারণই হল শ্বসন। প্রতিটি সজীব কোশে শসনক্রিয়া ঘটে, শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড, জল ও শক্তি উৎপন্ন হয়। এই উৎপাদিত শক্তি জীবদের যাবতীয় দৈহিক কার্যাবলি নিয়ন্ত্রণ করে। শ্বসনই হল একমাত্র পদ্ধতি যেখানে খাদ্যবস্তুর জারণ ঘটে ও শক্তি উৎপাদন হয়। এই শক্তি আসে সূর্য থেকে, যা সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্যের মধ্যে উৎসেচক আবদ্ধ হয়।      খাদ্যবস্তু (সৌরশক্তি) ➡  শক্তি + জল + কার্বন ডাইঅক্সাইড, তাই শ্বসনকে শক্তির মুক্তি বলে। 3.সবাত শ্বসন কাকে বলে ? উত্তর : যে-শ্বসন পদ্ধতিতে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে জীবকোশথ খাদ্যশক্তি (প্রধানত গ্লুকোজ) সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড, জল ও বেশি পরিমাণ শক্তি উৎপাদন করে, তখন তাকে সবাত শ্বসন বলে। 4. মদ ও বিয়ার শিল্পে ইস্ট ব্যবহার করা হয় কেন ? উত্তর : ইস্ট এককোশী জীব, যা বায়ুর অ

জীবন প্রক্রিয়া সমূহ এবং মাটি সম্পর্কিত কিছু তথ্য

ছবি
 1. মাটির সর্বাপেক্ষা ওপরের স্তরটির নাম কী? এই স্তরে বসবাসকারী দুটি প্রাণীর নাম লেখাে। উত্তর : মাটির সর্বাপেক্ষা ওপরের স্তরটির নাম A-অনুভূমিক স্তর বা জৈবিক স্তর। 2. মাটির পরিলেখ বা নকশার ক-টি প্রধান স্তর দেখা যায় ও কী কী ? উত্তর : মাটির পরিলেখে প্রধানত এটি স্তর দেখা যায়। ওপর থেকে নীচে এগুলি হল A-অনুভূমিক স্তর, B-অনুভূমিক স্তর, C-অনুভূমিক স্তর ও D-অনুভূমিক স্তর। এই স্তরে বসবাসকারী দুটি প্রাণী হল পিঁপড়ে, শামুক। 3. রেগােলিথ কী ? উত্তর : আবহবিকার দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠের শিথিল শিলাচূর্ণ যা বহুকাল ধরে বিভিন্ন জৈব-রাসায়নিক প্রক্রিয়ায় মৃত্তিকায় পরিণত হয় তাকে বলে রােগগালিথ। 4. Bedrock বা ভূমি স্তর কী ? উত্তর : C স্তরের নীচে অবস্থিত, কঠিন আদি শিলা দ্বারা গঠিত স্তরকে বলা হয় Bedrock বা ভূমিস্তর। এই স্তরটি 'D' স্তর নামেও পরিচিত। এই স্তরে বসবাসকারী দুটি প্রাণী হল ইঁদুর ও কেঁচো। 5. ইলুভিয়াল স্তর কাকে বলে ? উত্তর : A-অনুভূমিক স্তর থেকে বিভিন্ন খনিজ পদার্থ (লবণ) B-স্তরে জমা হয়, একে সঞ্চয়ন স্তর বা B-অনুভূমিক স্তর বলে। ইংরেজিতে একে ইলুভিয়াল স্তর বলে। 6. মাটির রং কালাে কেন হয় ? উত্তর

রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ থেকে কিছু প্রশ্নের উত্তর

ছবি
 Q. 1. রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করাে।     উত্তর : এক বা একাধিক পদার্থের রাসায়নিক পরিবর্তনে পদার্থগুলির অণুর গঠন পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থের অণু গঠিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। এতে পদার্থের মূল উপাদান অর্থাৎ পরমাণুর সংখ্যার কোনাে পরিবর্তন হয় না।        যেমন, সালফিউরিক অ্যাসিড (H2SO4) এবং ক্যালসিয়াম অক্সাইড (CaO) এর রাসায়নিক বিক্রিয়ায় ক্যালশিয়াম সালফেট (CaSO4) লবন ও জল (H2O) উৎপন্ন হয়।         CaO+ H2SO = CaSo4 + H2O Q. 2. রাসায়নিক সমীকরণ কাকে বলে? উদাহরণ দাও।    উত্তর : বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির মধ্যে সমতা বজায় রেখে তাদেরকে চিহ্ন ও সংকেতের সাহায্যে লিখে কোনাে রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষিপ্তাকারে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় রাসায়নিক সমীকরণ।   উদাহরণ : লঘু সালফিউরিক অ্যাসিডে (H2SO) জিঙ্কের ছিবড়া (Zn) ফেললে জিঙ্ক সালফেট (ZnSO4) ও হাইড্রোজেন (H2) উৎপন্ন হয়। এই রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হল H2So4 এবং Zn; বিক্রিয়াজাত পদার্থ হল ZnSO4 এবং H2।  এই বিক্রিয়ার সমীকরণটি হল,           H2So