পোস্টগুলি

নভেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অম্ল, ক্ষার এবং লবণ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর

ছবি
 Q.1. বিলীয়মান রং কী এবং এর এরুপ নামকরণের কারণ কী? উত্তর: ফেনলপথ্যালিনযুক্ত অ্যামােনিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণকে বিলীয়মান রং বলে। অ্যামােনিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ একটি মৃদু ক্ষার। এতে কয়েক ফোটা ফেনলথ্যালিন যােগ করলে দ্রবণের বর্ণ লালচে-গােলাপি হয়। এই গােলাপি দ্রবণ সাদা জামা কাপড়ের ওপর ছিটিয়ে দিলে তা প্রথমে গােলাপি হয়। পরে এই রং থেকে উদ্বায়ী অ্যামােনিয়া ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে যায়, ফলে কাপড়ের গোলাপি রং অদৃশ্য হয়ে যায়। তাই একে বিলীয়মান রং বলা হয়। Q.2. ধাতব পাত্রে অ্যাসিড রাখা হয় না কেন? উত্তর : ধাতুগুলি বিভিন্ন মাত্রায় বিভিন্ন অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। যেমন – সােডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, কপার, আয়রন প্রভৃতি ধাতুঅজৈব অ্যাসিডের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অ্যালুমিনিয়াম, জিংক, আয়রন প্রভৃতি ধাতুগুলি অজৈব অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন উৎপন্ন করে। তাই ধাতব পাত্রে সাধারণত অ্যাসিডগুলিকে রাখা হয় না। Q.3. সমস্ত হাইড্রোজেনে যুক্ত যৌগ অ্যাসিড নয় কেন? উত্তর : অ্যাসিডের সংজ্ঞানুসারে

তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল ও চুম্বকক্ষেত্র সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর

ছবি
 Q.1.লেঞ্জের সুত্র থেকে কীভাবে শক্তির সংরক্ষণ সূত্র পাওয়া যায় ? উত্তর : লেঞ্জের সূত্রানুযায়ী তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্টতড়িচ্চালক বলের অভিমুখ এমন হয় যেন এই আবিষ্ট তড়িচ্চালক বল বর্তনীতে তড়িৎপ্রবাহ সৃষ্টির কারণকে বাঁধা দিতে পারে। অর্থাৎ কুন্ডলীর কাছে চুম্বক নিয়ে যেতে গেলে আবিষ্ট তড়িচ্চালক বল এই গতিকে বাধা দেবে আবার চুম্বককে দূরে নিয়ে যেতে গেলেও গতিকে বাধা দেবে। ফলে চুম্বক বা কুন্ডলী যে কোনাে একটিকে আপেক্ষিক ভাবে গতিশীল করতে হলে এই বাধা বলের বিরুদ্ধে কার্য করতে হবে। এই কার্যই তড়িচ্চালক বল আবিষ্ট করবে এবং শক্তির সংরক্ষন নীতি বজায় রাখবে। অর্থাৎ লেঞ্চের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্র পাওয়া যায়। Q.2. একটি এরােপ্লেন অনুভূমিকভাবে উড়ে যাওয়ার সময় তার ডানার দুই প্রান্তবিন্দুর মধ্যে বিভবপ্রভেদ সৃষ্টি হয় কেন ? এই বিভব প্রভেদ কী কী বিষয়ের ওপর নির্ভর করে ? উত্তর : একটি উড়ােজাহাজ ভূপৃষ্ঠের ওপর দিয়ে অনুভূমিকভাবে যখন উড়ে যায়, তখন তার ডানা দুটি মিশে যে দীর্ঘ পরিবাহী তৈরি করে, তা ক্রমাগতভূ চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলিকে ছেদ করতে থাকে। এর ফলে ওই পরিবাহীতে তড়িৎচুম্বকীয় আবে

রসায়নের কিছু প্রশ্ন

ছবি
 প্রঃ1. বিশুদ্ধ দুধের pH হল 6। ইহা দইয়ে রূপান্তরিত হলে pH এর মান কীরূপ পরিবর্তন হবে বলে তুমি মনে করাে? তােমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। [CBSE 2011, 2012, 2015]। উত্তর : বিশুদ্ধ দুধের pH হল 6! ইহা দইয়ে রূপান্তরিত হলে pH এর মান 6-এর নীচে নেমে আসবে। কারণ দুধে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হওয়ায় দুধ দইয়ে পরিণত হয়। প্রঃ2. একজন দুধওয়ালা বিশুদ্ধ দুধের সাথে সামান্য পরিমাণ খাবার সােড়া যােগ করেন। [CBSE 2011, 2017] (a) কেন তিনি বিশুদ্ধ দুধের থেকে পরিবর্তন করে সামান্য ক্ষারীয় কারেন? (b) কেন এই দুধ দইয়ে জমা হতে অধিক সময় নেয় ? উত্তর : (a) বিশুদ্ধ দুধে খাবার সােডা অর্থাৎ বেকিং সােডা যােগ করলে plI-এর মান বৃদ্ধি পায় অর্থাৎ ক্ষারীয় হয়। এর ফলে দুধ সহজে দই-তে পরিণত হতে পারে না। ফলে দুধ দীর্ঘক্ষণ ভালাে থাকে। (b) বিশাল দুধের pH সাধারণত 6-এর কাছাকাছি হয়। এর মধ্যে খাবার সােডা যােগ করলে দুধ ক্ষারীয় হয়। ফলেসা মান্য ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হলেও তা ওই ক্ষারীয় মাধ্যমে প্রশমিত হয়ে যায়। প্রঃ 3. প্লাস্টার অব প্যারিসকে আর্দ্রতামুক্ত পাত্রে রাখা হয় কেন? [CBSE 2013] উত্তর : প্লাস্টার অব প্যারিস একটি স

বিশ্ব ফটোগ্রাফি দিবস সম্পর্কে কিছু তথ্য

ছবি
 মানুষ বদলে গেলেও, ছবি কিন্তু বদলায় না'! বিশ্ব ফটোগ্রাফি দিবস সম্পর্কে কিছু তথ্য।            প্রত্যেক বছরের 19 আগস্ট পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব ফটোগ্রাফি দিবস একজন আর্টিস্টের অন্তর্নিহিত কিছু বক্তব্যকে তুলে ধরতে হলে তার কিছু তথ্য কে তুলে ধরা দরকার। একজন ফটোগ্রাফারের ক্ষেত্রে তার ধারা তুলা কোন ফটো হতে পারে।  এই বক্তব্য গুলি মাথায় রেখেই 19আগস্ট এর দিনটিকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে পালন করা হয়।            ক্যামেরা দিয়ে ছবি তোলা একটি আর্ট। কোন সাহিত্য বা গল্পের অন্তর্নিহিত তাৎপর্য কে বোঝানোর জন্য এই ফটো অত্যন্ত জরুরী একটি মাধ্যম। বলা যেতে পারে যদি কোন সাহিত্যে একটি ফটো যুক্ত করা হয় তাহলে কিন্তু খুব দ্রুত মানুষের মনে প্রভাব বিস্তার করতে পারে।             ফটোগ্রাফির ইতিহাস পেতে গেলে আমাদের যেতে হবে 1830 দশকের দিকে , এক ব্যাক্তি যার নাম ছিল লুই ডাগে। সর্বপ্রথম তিনিই ফটোগ্রাফির বিভিন্ন তথ্য আবিষ্কার করেন, যার নাম ছিল 'ডাগেরোটাইপ'। আর ফরাসি সরকার ওই বছরেরই ১৯ অগাস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করেন। সেই থেকে শুরু হয়ে গেল বিশ্ব ফটোগ্রাফি দিবস।             মানুষের দ্বার

ফটোগ্রাফির ব্যবসা কিভাবে করবেন

ছবি
ফটোগ্রাফির ব্যবসা শুরুর কথা ভাবছেন? জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য।         ডিজিটাল ক্যামেরা আসার পর থেকে ফটোগ্রাফিতে এক বিশাল পরিবর্তন এসেছে। প্রয়োজনীয় ফটো তোলা সামগ্রী যেমন পরিবর্তন হয়েছে তেমনি পরিবর্তন হয়েছ ফটোগ্রাফির প্রতি আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি।          ফটোগ্রাফির ব্যবসা করার প্রথম শিক্ষনীয় বিষয়টি হলো ফটো তোলার দক্ষতা, ফটো তোলার প্রতি আপনার আত্মবিশ্বাস এবং বিভিন্ন ধরনের লেন্স ব্যবহারের দক্ষতা আপনাকে একজন সুনির্দিষ্ট প্রফেশনাল ফটোগ্রাফার বানিয়ে ফেলবে।          আমাদের ভারতবর্ষের বাজারে আপনার প্রায় এক থেকে দেড় লাখ টাকা খরচ করে এই ব্যবসা শুরু করতে পারেন।          আসুন আজ আমরা জেনে নেই ভারতবর্ষে ফটোগ্রাফি করতে হলে কি কি ছোট ছোট ধাপ আমাদের জানতে হবে। 1.বাছাই করে নিন আপনার ফটোগ্রাফির ক্ষেত্র।          প্রথমেই সব ঠিক করে নিতে হবে যে কী ধরনের ছবি আপনি তুলতে ভালোবাসেন। পর্ট্রেট ফটোগ্রফি, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, মডেল ফটোগ্রাফি, কমার্শিয়াল ফটোগ্রাফি, ফুড ফটোগ্রাফি, অ্যাস্ট্রো ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি এমন অনেক অপশন আপনার কাছে আছে। এখান থেকে আপনার বাছাই করতে হবে কোনটি আপনা